ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১ যুবক নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের রাস্তার পাশের এতিম শিক্ষার্থীদের রোপন করা অর্ধশত কলাগাছ কেটে দিয়েছে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা প্রদানের হাইকোর্টের রায় বাস্তবায়নে সভা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  চা  ব্যবসায়ীকে  কুপিয়ে হত্যা রূপগঞ্জে ইউটিউব ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ঘুরছেন ৮৮ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, প্রয়োজন ৯ হাজার কোটি টাকা। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে রাজনৈতিক ও অরাজনৈতিক জোটগুলো থেকে মোট ১০টি প্যানেল ঘোষণা। টিসিবি পণ্য সরবরাহ ও বিক্রয় কেন্দ্রগুলোর সামনে অপেক্ষমাণ মানুষের সারি দিন দিন দীর্ঘ হচ্ছে। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

পোশাক শিল্পকে এগিয়ে নিতে বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকার।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৯:০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

পোশাক শিল্পকে এগিয়ে নিতে বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকার।

১৩ জুলাই, উত্তরার বিজিএমইএ কার্যালয়ে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশন প্রতিনিধিদের সাথে বিজিএমইএ নেতাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পোশাক খাতে সুষ্ঠু আইনশৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ধারাবাহিকভাবে শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করে আসছে।

সভায় বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো কীভাবে একসঙ্গে কাজ করে পোশাক শিল্পকে এগিয়ে নিতে পারে, দেশে ও বিদেশে শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং শ্রমিক ভাইবোনদের আইনসঙ্গত সমস্যাগুলো সমাধান করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম এবং পরিচালক আসেফ কামাল পাশা।

মতবিনিময় সভায় আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন জেড এম কামরুল আনাম, সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন (বিএনটিইউএফ); আমিরুল হক আমীন, সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; রাশেদুল আলম রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন; নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স; মীর আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; শহীদুল্লাহ বাদল, সভাপতি, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্টস ও দর্জি শ্রমিক ফেডারেশন; রুহুল আমীন, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন; সালাউদ্দিন স্বপন, সভাপতি, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন; কামরুল হাসান, সাধারণ সম্পাদক, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; চায়না রহমান, সাধারণ সম্পাদক, ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স; মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগ; নাজমা আক্তার, সভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; বাবুল আখতার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন

সভায় পোশাক শিল্পের সার্বিক কার্যক্রম মসৃণভাবে পরিচালনার স্বার্থে সুষ্ঠু আইনশৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতা চাওয়া হয়।

বিশেষ করে, আইন-বহির্ভূত দাবি বা তুচ্ছ ঘটনার জেরে অথবা দাবি আদায়ের নামে শ্রমিক ভাইবোনরা যেন রাস্তা অবরোধের মতো কর্মসূচি গ্রহণ না করে, সে ব্যাপারে বিজিএমইএ এর পক্ষ থেকে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর নেতাদের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের শ্রমিক ভাইবোনদের জন্য বিজিএমইএ কর্তৃক গৃহীত বর্তমান বোর্ড এর উদ্যোগগুলো সম্পর্কে শ্রমিক ফেডারেশনের নেতাদের অবহিত করেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে গাজীপুর, আশুলিয়া ও সাভারে আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপন, গার্মেন্টস অধ্যুষিত এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং তাদের জন্য ফুড রেশনিং ব্যবস্থা চালু করা।

তিনি এই উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা/মতামতসহ সহযোগিতা প্রদানের জন্য আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোকে অনুরোধ জানান। শ্রমিক ফেডারেশনের নেতাদের বিজিএমইএ এর এই উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে বলেন, তারা দ্রুত স্ব স্ব সংস্থা থেকে প্রস্তাবনা পাঠাবেন।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, কারখানার অভ্যন্তরে শ্রমিকদের ইস্যুগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে বিজিএমইএ মিড লেভেল ম্যানেজমেন্টকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নিচ্ছে। শ্রমিক ফেডারেশনের নেতারা এতে একমত পোষণ করে অভিমত প্রকাশ করেন যে, প্রশিক্ষণ প্রদানের পর এগুলো ফলো-আপ ও মনিটরিং করা জরুরি।

সভায় উভয়পক্ষ পোশাক শিল্পে সুষ্ঠু ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

পোশাক শিল্পকে এগিয়ে নিতে বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকার।

আপডেট সময় : ০৯:০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

পোশাক শিল্পকে এগিয়ে নিতে বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকার।

১৩ জুলাই, উত্তরার বিজিএমইএ কার্যালয়ে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশন প্রতিনিধিদের সাথে বিজিএমইএ নেতাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পোশাক খাতে সুষ্ঠু আইনশৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ধারাবাহিকভাবে শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করে আসছে।

সভায় বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো কীভাবে একসঙ্গে কাজ করে পোশাক শিল্পকে এগিয়ে নিতে পারে, দেশে ও বিদেশে শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং শ্রমিক ভাইবোনদের আইনসঙ্গত সমস্যাগুলো সমাধান করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম এবং পরিচালক আসেফ কামাল পাশা।

মতবিনিময় সভায় আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন জেড এম কামরুল আনাম, সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন (বিএনটিইউএফ); আমিরুল হক আমীন, সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; রাশেদুল আলম রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন; নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স; মীর আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; শহীদুল্লাহ বাদল, সভাপতি, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্টস ও দর্জি শ্রমিক ফেডারেশন; রুহুল আমীন, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন; সালাউদ্দিন স্বপন, সভাপতি, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন; কামরুল হাসান, সাধারণ সম্পাদক, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; চায়না রহমান, সাধারণ সম্পাদক, ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স; মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগ; নাজমা আক্তার, সভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; বাবুল আখতার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন

সভায় পোশাক শিল্পের সার্বিক কার্যক্রম মসৃণভাবে পরিচালনার স্বার্থে সুষ্ঠু আইনশৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতা চাওয়া হয়।

বিশেষ করে, আইন-বহির্ভূত দাবি বা তুচ্ছ ঘটনার জেরে অথবা দাবি আদায়ের নামে শ্রমিক ভাইবোনরা যেন রাস্তা অবরোধের মতো কর্মসূচি গ্রহণ না করে, সে ব্যাপারে বিজিএমইএ এর পক্ষ থেকে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর নেতাদের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের শ্রমিক ভাইবোনদের জন্য বিজিএমইএ কর্তৃক গৃহীত বর্তমান বোর্ড এর উদ্যোগগুলো সম্পর্কে শ্রমিক ফেডারেশনের নেতাদের অবহিত করেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে গাজীপুর, আশুলিয়া ও সাভারে আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপন, গার্মেন্টস অধ্যুষিত এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং তাদের জন্য ফুড রেশনিং ব্যবস্থা চালু করা।

তিনি এই উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা/মতামতসহ সহযোগিতা প্রদানের জন্য আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোকে অনুরোধ জানান। শ্রমিক ফেডারেশনের নেতাদের বিজিএমইএ এর এই উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে বলেন, তারা দ্রুত স্ব স্ব সংস্থা থেকে প্রস্তাবনা পাঠাবেন।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, কারখানার অভ্যন্তরে শ্রমিকদের ইস্যুগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে বিজিএমইএ মিড লেভেল ম্যানেজমেন্টকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নিচ্ছে। শ্রমিক ফেডারেশনের নেতারা এতে একমত পোষণ করে অভিমত প্রকাশ করেন যে, প্রশিক্ষণ প্রদানের পর এগুলো ফলো-আপ ও মনিটরিং করা জরুরি।

সভায় উভয়পক্ষ পোশাক শিল্পে সুষ্ঠু ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।