শিরোনাম:
চট্টগ্রামে ডিআইজি অফিসের সামনে এনসিপি-বৈষম্যবিরোধীদের বিক্ষোভ:

মোহাম্মদ ইউছুফ
- আপডেট সময় : ০৩:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ডিআইজি অফিসের সামনে এনসিপি-বৈষম্যবিরোধীদের বিক্ষোভ:
চট্টগ্রামে পটিয়ার ঘটনার রেশ ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেকেন্ড অফিসারের অপসারণের দাবি নিয়ে ডিআইজি কার্যালয়ের বাইরে খুলশী জাকির হোসেন রোড অবরোধ করেন। এতে একেখান-জিইসিমুখী শতশত গাড়ি আটকা পড়েছে খুলশী থানার সম্মুখে। বন্ধ রয়েছে জিইসি থেকে ঢাকামুখী যান চলাচল। হঠাৎ এমন কর্মসূচিতে কর্মজীবী মানুষ দুর্ভোগে পড়েছেন।
বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় নগরীর খুলশী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এনসিপি ও বৈষমবিরোধী আন্দোলনের নেতারা। তারা বলছেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে তারা এসেছেন।
এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে তারা এসেছেন।
উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাকে গ্রেপ্তার না করে উল্টো এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।
এর সুত্র ধরে আজ সকাল সাড়ে নয়টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন তাঁরা। তাঁদের দাবি, তাঁদের ওপর পুলিশ দুই দফা হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় পটিয়া থানা পুলিশ ও চট্টগ্রাম নগরীর পুলিশের স্পেশাল ফোর্স এসে ছাত্রদের ব্যাপক লাঠিপেটা করে এবং ধাওয়া দেয়। এসময় কমপক্ষে ২৫ জন ছাত্র আহত হয়। পুলিশের ধাওয়া খেয়ে ছাত্ররা দিকবিদিক পালিয়ে যায়। ছাত্রদের ধাওয়া করে ডাকবাংলো নিয়ে যায়। পর তাঁরা চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করে রাখেন।