ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১ যুবক নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের রাস্তার পাশের এতিম শিক্ষার্থীদের রোপন করা অর্ধশত কলাগাছ কেটে দিয়েছে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা প্রদানের হাইকোর্টের রায় বাস্তবায়নে সভা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  চা  ব্যবসায়ীকে  কুপিয়ে হত্যা রূপগঞ্জে ইউটিউব ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ঘুরছেন ৮৮ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, প্রয়োজন ৯ হাজার কোটি টাকা। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে রাজনৈতিক ও অরাজনৈতিক জোটগুলো থেকে মোট ১০টি প্যানেল ঘোষণা। টিসিবি পণ্য সরবরাহ ও বিক্রয় কেন্দ্রগুলোর সামনে অপেক্ষমাণ মানুষের সারি দিন দিন দীর্ঘ হচ্ছে। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

আ’মলের তাৎপর্য (১)

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৪৭২ বার পড়া হয়েছে

নামাজ পরবর্তী দোয়া ও তাসবীহকে আমরা সাধারণত আমল মনে করি। আসলে বিষয়টি এমন নয়। সুরা আছরে বর্ণিত মুমিনের ১টি গুণাবলি হলো : ঈমান আনা ও সৎকর্ম করা। হাদীসে এসেছে কিয়ামতের দিন কোন বনী আদমকে ৫ টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে দেওয়া হবে না, তার মধ্যে অন্যতম হলো ‘জ্ঞান অনুযায়ী আমল’। তাহলে আমল শব্দটির তাৎপর্য জানা খুব জরুরী।

বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, দূরশিক্ষণ কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কুষ্টিয়ার কৃতি সন্তান প্রফেসর ড. এম শমসের আলী ( নানা বাড়ী যশোর জেলায় বলে অনেকে যশোরের কৃতি সন্তান মনে করেন)। সময়টি ২০০৩ সাল। খুলনার ‘জিয়া হলে’ একটি সেমিনারে যাওয়ার সুযোগ হয় আমার। পরে ২০০৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের TSC তে একটি সেমিনারে যাওয়ার সুযোগ হয়। আলোচনায় তিনি ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস’ বললেন যে “তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো।” প্রবাদটি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে বলা হয়েছে।

আরবী প্রবাদটি পড়ে তিনি চিন্তার জগতে ডুবে গেলেন আর বের করলেন ৮০-৯০ বছরেও শিক্ষাগ্রহন ও সনদ গ্রহন সম্ভব। নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠা করলেন ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’। যা বর্তমানে বিশ্বের মডেল। বিশ্বের সব দেশের ‘ডিসটেন্স এডুকেশন’ ‘প্রাইভেট প্রোগ্রাম’ ‘ইভিনিং কোর্স’ ‘অনলাইন কোর্স’ সবই তার কাছ থেকে আইডিয়া ধার করা। এখনও বিশ্বের অনেক দেশ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাঁর ডাক পড়ে।

একজন পদার্থবিজ্ঞানের ছাত্র হয়েও “তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো” প্রবাদটির উপর চিন্তা-ভাবনা ও ফিকির করে তিনি দেশ, সমাজ, জাতী ও বিশ্বকে কত কিছু দিলেন!

তিনি যে কাজটি করেছেন সেটিই হলো আ’মল। আমল মানে শুধু তাসবীহ তাহলীল নয়; আমল মানে action বা কাজ। যা কিয়ামত পর্যন্ত জারী থাকে তা-ই শ্রেষ্ঠ আ’মল। উল্লিখিত আমলটি হলো ‘সাদগায়ে জারিয়া’ যা কিয়ামত পর্যন্ত জারী থাকবে।

রাসূলুল্লাহ ( সা) বলেন,’আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।

এই কথা শুনে সাওবান (রা) বললেন, “হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।” নবীজী (সা:) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে। কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।’

[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]

মহান আল্লাহ পাক আমাদেরকে আ’মলের তাৎপর্য সঠিকভাবে জানা, মানা ও বুঝার তাওফীক দান করুন। আমীন

——————–

ড. মোঃ শরিফুল ইসলাম

গবেষক ও কলামিস্ট, সিলেট

dr.1979sharif@gmail.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

আ’মলের তাৎপর্য (১)

আপডেট সময় : ০৭:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নামাজ পরবর্তী দোয়া ও তাসবীহকে আমরা সাধারণত আমল মনে করি। আসলে বিষয়টি এমন নয়। সুরা আছরে বর্ণিত মুমিনের ১টি গুণাবলি হলো : ঈমান আনা ও সৎকর্ম করা। হাদীসে এসেছে কিয়ামতের দিন কোন বনী আদমকে ৫ টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে দেওয়া হবে না, তার মধ্যে অন্যতম হলো ‘জ্ঞান অনুযায়ী আমল’। তাহলে আমল শব্দটির তাৎপর্য জানা খুব জরুরী।

বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, দূরশিক্ষণ কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কুষ্টিয়ার কৃতি সন্তান প্রফেসর ড. এম শমসের আলী ( নানা বাড়ী যশোর জেলায় বলে অনেকে যশোরের কৃতি সন্তান মনে করেন)। সময়টি ২০০৩ সাল। খুলনার ‘জিয়া হলে’ একটি সেমিনারে যাওয়ার সুযোগ হয় আমার। পরে ২০০৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের TSC তে একটি সেমিনারে যাওয়ার সুযোগ হয়। আলোচনায় তিনি ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস’ বললেন যে “তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো।” প্রবাদটি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে বলা হয়েছে।

আরবী প্রবাদটি পড়ে তিনি চিন্তার জগতে ডুবে গেলেন আর বের করলেন ৮০-৯০ বছরেও শিক্ষাগ্রহন ও সনদ গ্রহন সম্ভব। নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠা করলেন ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’। যা বর্তমানে বিশ্বের মডেল। বিশ্বের সব দেশের ‘ডিসটেন্স এডুকেশন’ ‘প্রাইভেট প্রোগ্রাম’ ‘ইভিনিং কোর্স’ ‘অনলাইন কোর্স’ সবই তার কাছ থেকে আইডিয়া ধার করা। এখনও বিশ্বের অনেক দেশ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাঁর ডাক পড়ে।

একজন পদার্থবিজ্ঞানের ছাত্র হয়েও “তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো” প্রবাদটির উপর চিন্তা-ভাবনা ও ফিকির করে তিনি দেশ, সমাজ, জাতী ও বিশ্বকে কত কিছু দিলেন!

তিনি যে কাজটি করেছেন সেটিই হলো আ’মল। আমল মানে শুধু তাসবীহ তাহলীল নয়; আমল মানে action বা কাজ। যা কিয়ামত পর্যন্ত জারী থাকে তা-ই শ্রেষ্ঠ আ’মল। উল্লিখিত আমলটি হলো ‘সাদগায়ে জারিয়া’ যা কিয়ামত পর্যন্ত জারী থাকবে।

রাসূলুল্লাহ ( সা) বলেন,’আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।

এই কথা শুনে সাওবান (রা) বললেন, “হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।” নবীজী (সা:) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে। কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।’

[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]

মহান আল্লাহ পাক আমাদেরকে আ’মলের তাৎপর্য সঠিকভাবে জানা, মানা ও বুঝার তাওফীক দান করুন। আমীন

——————–

ড. মোঃ শরিফুল ইসলাম

গবেষক ও কলামিস্ট, সিলেট

dr.1979sharif@gmail.com