ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ। ফজলুল কাদের চৌধুীর ৫২তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ: আ’মলের তাৎপর্য (১) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয় দিয়ে শুরু দক্ষিণ আফ্রিকা সফর । আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান । সবজি হিসেবে কাঁকরোলের উপকারিতা ও এর বৈশিষ্ট্যগুণ। চলছে যাচাই-বাছাই, খুব শিগগির শিক্ষক নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ। জামালপুরে বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল, থানায় মামলা।

আ’মলের তাৎপর্য (১)

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

নামাজ পরবর্তী দোয়া ও তাসবীহকে আমরা সাধারণত আমল মনে করি। আসলে বিষয়টি এমন নয়। সুরা আছরে বর্ণিত মুমিনের ১টি গুণাবলি হলো : ঈমান আনা ও সৎকর্ম করা। হাদীসে এসেছে কিয়ামতের দিন কোন বনী আদমকে ৫ টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে দেওয়া হবে না, তার মধ্যে অন্যতম হলো ‘জ্ঞান অনুযায়ী আমল’। তাহলে আমল শব্দটির তাৎপর্য জানা খুব জরুরী।

বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, দূরশিক্ষণ কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কুষ্টিয়ার কৃতি সন্তান প্রফেসর ড. এম শমসের আলী ( নানা বাড়ী যশোর জেলায় বলে অনেকে যশোরের কৃতি সন্তান মনে করেন)। সময়টি ২০০৩ সাল। খুলনার ‘জিয়া হলে’ একটি সেমিনারে যাওয়ার সুযোগ হয় আমার। পরে ২০০৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের TSC তে একটি সেমিনারে যাওয়ার সুযোগ হয়। আলোচনায় তিনি ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস’ বললেন যে “তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো।” প্রবাদটি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে বলা হয়েছে।

আরবী প্রবাদটি পড়ে তিনি চিন্তার জগতে ডুবে গেলেন আর বের করলেন ৮০-৯০ বছরেও শিক্ষাগ্রহন ও সনদ গ্রহন সম্ভব। নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠা করলেন ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’। যা বর্তমানে বিশ্বের মডেল। বিশ্বের সব দেশের ‘ডিসটেন্স এডুকেশন’ ‘প্রাইভেট প্রোগ্রাম’ ‘ইভিনিং কোর্স’ ‘অনলাইন কোর্স’ সবই তার কাছ থেকে আইডিয়া ধার করা। এখনও বিশ্বের অনেক দেশ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাঁর ডাক পড়ে।

একজন পদার্থবিজ্ঞানের ছাত্র হয়েও “তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো” প্রবাদটির উপর চিন্তা-ভাবনা ও ফিকির করে তিনি দেশ, সমাজ, জাতী ও বিশ্বকে কত কিছু দিলেন!

তিনি যে কাজটি করেছেন সেটিই হলো আ’মল। আমল মানে শুধু তাসবীহ তাহলীল নয়; আমল মানে action বা কাজ। যা কিয়ামত পর্যন্ত জারী থাকে তা-ই শ্রেষ্ঠ আ’মল। উল্লিখিত আমলটি হলো ‘সাদগায়ে জারিয়া’ যা কিয়ামত পর্যন্ত জারী থাকবে।

রাসূলুল্লাহ ( সা) বলেন,’আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।

এই কথা শুনে সাওবান (রা) বললেন, “হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।” নবীজী (সা:) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে। কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।’

[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]

মহান আল্লাহ পাক আমাদেরকে আ’মলের তাৎপর্য সঠিকভাবে জানা, মানা ও বুঝার তাওফীক দান করুন। আমীন

——————–

ড. মোঃ শরিফুল ইসলাম

গবেষক ও কলামিস্ট, সিলেট

dr.1979sharif@gmail.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

আ’মলের তাৎপর্য (১)

আপডেট সময় : ০৭:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নামাজ পরবর্তী দোয়া ও তাসবীহকে আমরা সাধারণত আমল মনে করি। আসলে বিষয়টি এমন নয়। সুরা আছরে বর্ণিত মুমিনের ১টি গুণাবলি হলো : ঈমান আনা ও সৎকর্ম করা। হাদীসে এসেছে কিয়ামতের দিন কোন বনী আদমকে ৫ টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে দেওয়া হবে না, তার মধ্যে অন্যতম হলো ‘জ্ঞান অনুযায়ী আমল’। তাহলে আমল শব্দটির তাৎপর্য জানা খুব জরুরী।

বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, দূরশিক্ষণ কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কুষ্টিয়ার কৃতি সন্তান প্রফেসর ড. এম শমসের আলী ( নানা বাড়ী যশোর জেলায় বলে অনেকে যশোরের কৃতি সন্তান মনে করেন)। সময়টি ২০০৩ সাল। খুলনার ‘জিয়া হলে’ একটি সেমিনারে যাওয়ার সুযোগ হয় আমার। পরে ২০০৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের TSC তে একটি সেমিনারে যাওয়ার সুযোগ হয়। আলোচনায় তিনি ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস’ বললেন যে “তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো।” প্রবাদটি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে বলা হয়েছে।

আরবী প্রবাদটি পড়ে তিনি চিন্তার জগতে ডুবে গেলেন আর বের করলেন ৮০-৯০ বছরেও শিক্ষাগ্রহন ও সনদ গ্রহন সম্ভব। নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠা করলেন ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’। যা বর্তমানে বিশ্বের মডেল। বিশ্বের সব দেশের ‘ডিসটেন্স এডুকেশন’ ‘প্রাইভেট প্রোগ্রাম’ ‘ইভিনিং কোর্স’ ‘অনলাইন কোর্স’ সবই তার কাছ থেকে আইডিয়া ধার করা। এখনও বিশ্বের অনেক দেশ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাঁর ডাক পড়ে।

একজন পদার্থবিজ্ঞানের ছাত্র হয়েও “তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো” প্রবাদটির উপর চিন্তা-ভাবনা ও ফিকির করে তিনি দেশ, সমাজ, জাতী ও বিশ্বকে কত কিছু দিলেন!

তিনি যে কাজটি করেছেন সেটিই হলো আ’মল। আমল মানে শুধু তাসবীহ তাহলীল নয়; আমল মানে action বা কাজ। যা কিয়ামত পর্যন্ত জারী থাকে তা-ই শ্রেষ্ঠ আ’মল। উল্লিখিত আমলটি হলো ‘সাদগায়ে জারিয়া’ যা কিয়ামত পর্যন্ত জারী থাকবে।

রাসূলুল্লাহ ( সা) বলেন,’আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।

এই কথা শুনে সাওবান (রা) বললেন, “হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।” নবীজী (সা:) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে। কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।’

[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]

মহান আল্লাহ পাক আমাদেরকে আ’মলের তাৎপর্য সঠিকভাবে জানা, মানা ও বুঝার তাওফীক দান করুন। আমীন

——————–

ড. মোঃ শরিফুল ইসলাম

গবেষক ও কলামিস্ট, সিলেট

dr.1979sharif@gmail.com