ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১ যুবক নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের রাস্তার পাশের এতিম শিক্ষার্থীদের রোপন করা অর্ধশত কলাগাছ কেটে দিয়েছে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা প্রদানের হাইকোর্টের রায় বাস্তবায়নে সভা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  চা  ব্যবসায়ীকে  কুপিয়ে হত্যা রূপগঞ্জে ইউটিউব ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ঘুরছেন ৮৮ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, প্রয়োজন ৯ হাজার কোটি টাকা। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে রাজনৈতিক ও অরাজনৈতিক জোটগুলো থেকে মোট ১০টি প্যানেল ঘোষণা। টিসিবি পণ্য সরবরাহ ও বিক্রয় কেন্দ্রগুলোর সামনে অপেক্ষমাণ মানুষের সারি দিন দিন দীর্ঘ হচ্ছে। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

সন্তোষ চন্দ্র দাস
  • আপডেট সময় : ০৭:২৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে  ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এ বৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

রাজধানীর তেজগাঁওয়ে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবী হলে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। একই সঙ্গে জাতীয়ভাবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’-র উদ্বোধন ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র-আন্দোলনের ইতিহাস ও শহীদদের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের অনুপ্রেরণা জাগ্রত হবে।

এদিকে এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের দিকনির্দেশণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দা বা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

আপডেট সময় : ০৭:২৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে  ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এ বৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

রাজধানীর তেজগাঁওয়ে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবী হলে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। একই সঙ্গে জাতীয়ভাবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’-র উদ্বোধন ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র-আন্দোলনের ইতিহাস ও শহীদদের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের অনুপ্রেরণা জাগ্রত হবে।

এদিকে এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের দিকনির্দেশণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দা বা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।