শিরোনাম:
নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রী করায় ৫০০০ টাকা জরিমানা.

মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৩:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রী করায় ৫০০০ টাকা জরিমানা.
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করায়এক ব্যবসায়িক কে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে নাসিরনগর মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১ মণ নিষিদ্ধ পিরানহা মাছ আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।
সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও পুকুরে চাষ করা নিষিদ্ধ। মাছগুলো আমরা জব্দ করেছি। এটি দেখতে রূপচাঁদা মাছের মতো তাই এক শ্রেণীর মানুষ এটাকে রূপচাঁদা বলে বিক্রি করেন।
মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন বলেন, আড়ৎ এ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৪০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। পিরানহা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।