শিরোনাম:
তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন, ১৬ জনকে কারাদণ্ড

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
- আপডেট সময় : ০৪:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন, ১৬ জনকে কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অপরাধে ১৬ জনের প্রত্যেককে ১ মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার উপজেলার মাটিয়ান হাওর ও কলাগাঁও এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি নৌকা ও অন্তত ছয়শো ঘনফুট বালি জব্দ করা হয়েছে। তাছাড়া একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক