শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিষ পানে যুবকের আত্মহত্যা।

মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ১২:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
মোঃ আছমত আলী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিষ পানে যুবকের আত্মহত্যা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিষ পান করে আকাশ (২০) এক যুবক আত্ম হত্যা।করেছে । ১৬ জুলাই বুধবার ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। আকাশ সুত্রধর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের প্রমোদ রঞ্জন সুত্রধরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে বিষ পান করে আকাশ। একপর্যায়ে তার ছটফট ও চিৎকার শুনে তাকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। পথের মধ্যে তার মৃত্যু হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।