শিরোনাম:
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৫:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।
নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
আজ বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদরের দাঁতমন্ডল গ্রামের মোশাররফ মিয়ার ছেলে বাঁধন (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তার নিজ ঘরে প্রথমে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে তার মা, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। কি কারণে আত্মহত্যা করেছে, এমন প্রশ্নে তার পরিবারে একজন সদস্য আমাদের জানান, ওর কোনো সমস্যা ছিল না, রাতেও সবকিছু ঠিক ছিল।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ বলা যাচ্ছে না, ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।