শিরোনাম:
চলে গেলেন প্রবীণ আইনজীবী মির্জা কছির।

এম. ইউছুফ
- আপডেট সময় : ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি
চলে গেলেন প্রবীণ আইনজীবী মির্জা কছির।
চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রজিউন)
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাতটায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি পাস করে আইন পেশায় নিয়োজিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তার তিন ছেলে-মেয়েও আইন পেশায় নিয়োজিত।
চট্টগ্রাম আদালত ভবনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায়। বিকেলে সাতকানিয়া উপজেলার মাদার্শায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।