রূপগঞ্জে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ শ্বাশুড়ি ও দুই পুত্রবধূ গ্রেফতার

- আপডেট সময় : ০১:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা মাহমুদাবাদ টঙ্গীর ঘাট এলাকা থেকে দুই পুত্রবধু ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা, শ্রাবন্তী আক্তার এবং শ্বাশুড়ি নিলুফার ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ঘর তল্লাশি করে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে।
স্থানিয় সূত্রে জানাযায়, মাহমুদাবাদ টঙ্গীর ঘাট এলাকার কামাল হোসেনর পরিবার অত্র এলাকায় মাদক বিক্রি সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। কামাল হোসেন, তার দুই ছেলে, স্ত্রী এবং দুই পুত্রবধু সকলেই দীর্ঘদিন যাবৎ মাদক কাবারির সাথে জড়িত। একটি প্রভাবশালি চক্রের ছত্রছায়ায় তারা এসব অপকর্মে স্থানীয় যুবসমাজকে ধ্বংসের ধারপ্রান্ত নিয়েগেছে। ভয়ে কেউ কখনো প্রতিবাদ করতে সাহস পেতো না।
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদাবাদ টঙ্গীর ঘাট এলাকায় কামাল হোসেনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে কামালের স্ত্রী এবং তার দুই পুত্রবধুকে ১৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করতে সক্ষম হই। সে সময় আসামী কামাল এবং তার দুই ছেলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে রিমান্ডে আবেদনসহ কোর্টে পাঠানো হচ্ছে।