কৃষকের মুখে হাসি, সোনালি ফসলে ভরবে দেশ- উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ

- আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
কৃষকের মুখে হাসি, সোনালি ফসলে ভরবে দেশ।
খরিপ মৌসুম ২০২৪-২০২৫ অর্থবছরে
রোপা আমন উপশী জাতের ধান বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই বীজ বিতরণ কর্মসূচির মাধ্যমে উপজেলার কৃষকরা আধুনিক, ফলনবর্ধক জাতের ধান চাষে উৎসাহিত হবেন এবং আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের এ উদ্যোগ কৃষকের মুখে হাসি ফোটাবে, আর দেশের খাদ্যনিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ সাইফুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
তিনি তাঁর বক্তব্যে কৃষি উন্নয়নে সরকারের অগ্রাধিকার ও কৃষকদের প্রতি বর্তমান সরকারের আন্তরিক সহানুভূতির কথা উল্লেখ করেন। কৃষকদের পাশে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর , রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।