শিরোনাম:
নাসিরনগরে নিখোঁজ বৃদ্ধের সন্ধান চায় পরিবার

মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
নাসিরনগরে নিখোঁজ বৃদ্ধের সন্ধান চায় পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘর থেকে বের হয়ে ফরজুদ্দিন (৫৭) নামের এক বৃদ্ধ ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারের লোকজন।
নিখোঁজ ফরজুদ্দিন নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্ৰামের মৃত লাল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হন।এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নিখোঁজ বৃদ্ধের ছেলে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, তাকে খুঁজে পেতে চেষ্টা অব্যাহত আছে। কেউ সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ রইল।