অসুস্থ আমিনুলের সাথে হাসপাতালে দেখা করলেন কর্মচারী নেতৃবৃন্দ।

- আপডেট সময় : ০১:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের জামালপুর জেলার বকশীগ্ঞ্জ উপজেলার সভাপতি আমিনুল ইসলাম স্টোক করে শেরপুর ২৫০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি হন। অসুস্থ্ আমিনুল ইসলামের শারীরিক খোঁজ খবর নিতে আজ শুক্রবার এমপিওভুক্ত তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জাফর আলীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল শেরপুর সরকারি হাসপাতালে দেখা করেছে ।কেন্দ্রীয় নেতৃবৃন্দ অসুস্থ আমিনুল ইসলামের পরিবারের সাথেও দেখা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার ও আশ্বাস প্রদান করেন।কেন্দ্রীয় কমিটির সহ –সভাপতি আব্দুল কাদের জানান আমিনুল ইসলামের শারিরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে আশা করছি অল্প কিছুদিনের মধ্যে সুষ্ঠ হয়ে উঠবে । আমিনুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসায় অফিস সহকারী কাম হিসাব সহকারী হিসাবে কর্মরত আছে।কেন্দ্রীয় সহ – সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বলেন আমিনুল ইসলাম একজন দক্ষ সংগঠক ২০২০ সাল থেকে তার নেতৃত্বে বকশীগঞ্জ কর্মচারীবৃন্দ ঐক্যবদ্ধ। জামালপুর জেলার সাধারন সম্পাদক মামুন অর রশিদ সরকার বলেন দ্রুতই আমিনুল ইসলাম সুষ্ঠ হয়ে সংগঠনের কাজে সক্রিয় হবেন। এ ছাড়া ও প্রতিনিধি দলে ছিলেন সরিষাবাড়ী উপজেলার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।