রাতের আধারে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম; আটক দুই।

- আপডেট সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
রাতের আধারে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম; আটক দুই।
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আজাহার আলীকে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামবাসীরা বেলাল হোসেন ও আজাহার হোসেন নামের দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব রাত সাড়ে ১১ টার দিকে।
জানা যায়, নৈশপ্রহরী আজাহার আলী স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনারে বসে ছিলেন। সেখান থেকে উঠে রাত ১২টার দিকে স্কুল ভবনের গেটের কাছে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা বেলাল ও আনোয়ারসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাহার আলীর কাছে থেকে তার উপর হামলাকারীদের নাম শুনে গ্রামবাসীরা সারারাত অভিযুক্তদের বাড়ি ঘিরে রেখে ভোরে বেলাল হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে স্কুল মাঠে রাখে। পরবর্তীতে তাদের পুলিশের হাতে তুলে দেন।
আহত নৈশপ্রহরী আজাহার আলী জানান, হামলাকারীদের মধ্যে দুইজনকে চিনেছি, তারা হলেন, স্কুলপাড়ার বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। কয়েক বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। হয়তো সেই ঘটনার জেরেই এ হামলা। আমি গরিব মানুষ, পরিবারে আমিই একমাত্র রোজগার করি। আমার কিছু হলে আমার পরিবার একেবারে পথে বসে যাবে। আমি আমার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, আহতের স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। এ মামলার অন্য আসামীদেরও আইনের আওতায় আনা হবে।