শিরোনাম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের.ডঃ জাহাঙ্গীর আলমের ইন্তেকাল।

মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৫:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের.ডঃ জাহাঙ্গীর আলমের ইন্তেকাল।
নাসিরনগর ( ব্রাহ্মণবাড়য়া) সংবাদদাতা ঃ ব্রাহ্মণবাড়য়া জেলার নাসিরনগর উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডঃ জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন, ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দক্ষিণ কোরিয়া থেকে ফেরার পথে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
ডঃ জাহাঙ্গীর আলম শুধু শিক্ষকই নন, ছিলেন মানবতা, উদারতা ও গবেষণার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার যেমন শোকাহত, তেমনি শোকের ছায়া নেমে এসেছে তাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলাজুড়ে। তাঁর এই অকাল মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়েছে ।