শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে এক বৃদ্ধের মৃত্যু।

মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৫:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে এক বৃদ্ধের মৃত্যু।
নাসিরনগর উপজেলায় পূর্বভাগের বাহা উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় ৮.৩০ মিঃ উপজেলার পূর্বভাগের ফকির বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা ওনার নিজ বাড়িতে গাছ কাটানোর সময় বিদ্যুৎ এর তার ছিঁড়ে যায়, পরে বিদ্যুৎ আছে কি না তা চেক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
রাত ১০ টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য চিকিৎসক ডাঃ মৌমিতা বসাক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান,কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।