শিরোনাম:
নাসিরনগরে জুরা খুনের জেরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট পুরুষ শূন্য গ্রাম।
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৩:৪০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
নাসিরনগরে জুরা খুনের জেরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট পুরুষ শূন্য গ্রাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুরা খুনের জেরে ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে পুরুষ শূন্য রয়েছে গ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি তারিখে ধরমন্ডল এলাকায় জিতু মেম্বার (সাবেক ইউপি সদস্য) ও কুতুবউদ্দিনের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জিতু মেম্বার গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনার জিতুর মিয়ার ভাতিজা কে সিলেট নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় গতকাল ভোর ৬ টা ৩০ মিনিটে মুত্যু বরণ করেন।
নিহত জিতু মিয়া ও খলিল মিয়ার পরিবার এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
খলিল মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার গোষ্ঠীর লোকজন ক্ষুব্ধ হয়ে কুতুবউদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় শাহীন মিয়া, আমির আলী, শিশু মিয়া, অলিল মিয়া, শাহ-আলম, ছোট্ট মিয়া ও নশাই মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাট করে।সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর চারপাশে আগুনের পোড়া চিহ্ন ও বিল্ডিং থেকে ধোঁয়া বেরুচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, হামলাকারীরা তাদের ঘরবাড়িতে আগুন দিয়ে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এক ভুক্তভোগী বলেন, “ওরা আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, আমরা নিঃস্ব হয়ে গেছি।”
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












