শিরোনাম:
দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
ঐতিহ্যবাহী খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর মাদ্রাসার মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে ২৮-০১-২৬ ইং তারিখে বিকালে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সেই সাথে বার্ষিক পরীক্ষা ২০২৫ প্লে শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অর্জন করেছে , সকলকে পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন দৌলতপুর আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ইয়াহ ইয়া মোল্লা।
জনাব ইয়াহ ইয়া মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন বিদ্যুৎসাহী সদস্য অত্র মাদ্রাসা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান,,সহ সুপার অত্র মাদ্রাসা। মাওলানা জাহাঙ্গীর হোসাইনএর সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সেলিম হোসেন,ও হাজেরা পারভিন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসান সিনিয়র সহকারী মৌলভী অত্র মাদ্রাসা। মাওলানা কবির হোসাইন,মাওঃ মোঃ মিজানুর রহমান সহকারী মৌলভী দৌলতপুর আলিম মাদ্রাসা, মুফতি মাওঃ সেলিম রেজা মোড়ল জাহিদুর রহমান, মুন্নি আক্তার । উক্ত অনুষ্ঠানে আরো আরো উপস্থিত ছিলেন শিক্ষক আঃআলিম, শিমুল,সহকারী শিক্ষিকা, মরিয়ম খানম, উম্মে কুলসুম লিপি ফাহমিদা, শারমিন আক্তার মিলি, রোজিনা আক্তার, কামরুল, নাহিদ শারমিন,আল আমিন, আসাদুল, আরাফাত, আকলিমা ,নিশাত , মিঠু, কামাল প্রমুখ। সর্বশেষ দুয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন মাওলানা আবুল হাসান। ।














