আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা।

- আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ সংক্রান্ত পত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নেবে। তবে এই পরীক্ষায় কিন্ডারগার্টেন (কেজি) স্কুল, বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো চিঠিতে জানানো হয়, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ। বাংলা ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (একসঙ্গে) এই চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা ৫০ শতাংশ করে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেবে। তবে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া বাধ্যতামূলক। প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ অংশ নিতে পারবে।
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছিল। ২০২২ সালে এটি আবার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু চালু করা হয়নি। তবে বিকল্প হিসেবে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের দেয়া হয় মেধা বৃত্তি। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা হয় উপবৃত্তি। দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই বৃত্তি চালু করতে যাচ্ছে।
এদিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইকবাল বাহার চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে কোনো প্রকারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিতে দেয়া হবে না। বৈষম্যবিরোধী সরকারে ও দেশে কোনো প্রকার বৈষম্যের স্থান নেই। সরকার ও দেশেকে বেকায়দায় ফেলানোর কৌশল হিসেবে একটি কুচক্রী মহল নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন পরিবারে ১০ লাখ শিক্ষক ও প্রায় ১ কোটি শিক্ষার্থী রয়েছে। তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হলে বড় আন্দোলন গড়ে তোলা হবে।