শিরোনাম:
জাল টাকার ব্যবসা করতে অনীহা, হাত-পা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে মারধর
আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
- আপডেট সময় : ০৬:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
জাল টাকার ব্যবসা করতে অনীহা, হাত-পা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে মারধর
মাদক ও জাল টাকার ব্যবসা করতে অনীহা জানালে বাড়িতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক একই গ্রামের সঞ্জয় সাংমার ছেলে বৈশাখ সাংমা (২২)। চিকিৎসার জন্য বর্তমানে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত যুবকের মামা রাতুল দিও বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শহীদ মিয়া (৩৮) ও আরজু মিয়া(৪০), শহীদ মিয়ার স্ত্রী নাছিমা বেগম(৩২), আরজু মিয়ার স্ত্রী সাফিয়া বেগম(৩৫) ও একই গ্রামের বাসিন্দা কাদির মিয়ার স্ত্রী ফালানি বেগম(৪৫)।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
















