ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে এক বৃদ্ধের মৃত্যু। ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ, এক ট্রলারের মাছ বিক্রি ৩৩ থেকে ৪০ লাখ টাকা। এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগষ্ট তারিখে বাংলাদেশ ১ম টি–টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেলেন। ২৮ বল হাতে রেখেই ৭ উইকেটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।  নাসিরনগরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল। শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি: কবি হাসান হাফিজ। নাসিরনগরে শহীদ ইমরানের স্মরণে বৃক্ষ রোপণ। 

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি.

  • আপডেট সময় : ০৩:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
মোঃ আছমত আলী, নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা।

ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড়ে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছ। 

০১ জুন রবিবার গভীর রাতে ১টি মোবাইল দোকানে, চুরি হয়েছে ৬ লক্ষাধিক টাকার মালামাল । রবিবার তুলসী মার্কেটের ” হ্যালো সাইফুল ” নামে মোবাইল দোকানের মালিক  সাইফুল ইসলাম ও কর্মচারীরা রাত ১০.৩০ মিঃ  সময়ে দোকান বন্ধ করে বাড়ি যান । সকালে দোকানের কর্মচারী সুমন সরকার এসে তালা খুলে দেখেন  এলোমেলো হয়ে  মেঝেতে পড়ে আছে  জিনিস পত্র, খোলা-ভাঙ্গা টেবিলের ড্রয়ার, লক্ষ্য করেন বাথরুমের ভেনটিলেটর ভাঙ্গা । সাথে সাথে মোবাইল করেন দোকান মালিক সাইফুলকে । সাইফুল এসে হতভম্ব হয়ে যান চুরির দৃশ্য দেখে, অবহিত করেন মার্কেটের মালিক সাংবাদিক চন্দন কুমার দেব ও  নাসিরনগর  থানার অফিসার ইনচার্জকে। তাৎক্ষনিকভাবে  চোরাই মালামালের মুল্য নির্ধারণ করা সম্ভব না হলেও নগদ প্রায়  ২ লক্ষ টাকা ও   ৪ লক্ষ টাকার মোবাইল সেট সহ মোট ৬ লক্ষাধিক টাকার  মালামাল চুরি হয়েছ বলে দোকান মালিক জানান।
হ্যালো সাইফুলের স্বত্বাধিকার সাইফুল ইসলাম ”দৈনিক আমাদের ফোরাম কে বলেন, ” আমি ৩টি মোবাইল  ব্রান্ডের অফিসিয়াল ডিলার, আমি  নগদ, বাকী ও কিস্থিতে মোবাইল বিক্রি করি । চো্রাই মোবাইল গুলোর মধ্যে ২টি মোবাইলের আইএমই নাম্বার আছে আমার কাছে ।
আমি থানায়  একটি অভিযোগ দায়ের করেছি, ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেছেন, তিনি তদন্ত করে ব্যাবস্থা নিবেন ।”  নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম  জানান, ”আমি বিষয়টি জেনেছি, অবশ্যই  গুরুত্ব সহকারে ব্যাবন্থা গ্রহন করবো ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি.

আপডেট সময় : ০৩:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
মোঃ আছমত আলী, নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা।

ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড়ে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছ। 

০১ জুন রবিবার গভীর রাতে ১টি মোবাইল দোকানে, চুরি হয়েছে ৬ লক্ষাধিক টাকার মালামাল । রবিবার তুলসী মার্কেটের ” হ্যালো সাইফুল ” নামে মোবাইল দোকানের মালিক  সাইফুল ইসলাম ও কর্মচারীরা রাত ১০.৩০ মিঃ  সময়ে দোকান বন্ধ করে বাড়ি যান । সকালে দোকানের কর্মচারী সুমন সরকার এসে তালা খুলে দেখেন  এলোমেলো হয়ে  মেঝেতে পড়ে আছে  জিনিস পত্র, খোলা-ভাঙ্গা টেবিলের ড্রয়ার, লক্ষ্য করেন বাথরুমের ভেনটিলেটর ভাঙ্গা । সাথে সাথে মোবাইল করেন দোকান মালিক সাইফুলকে । সাইফুল এসে হতভম্ব হয়ে যান চুরির দৃশ্য দেখে, অবহিত করেন মার্কেটের মালিক সাংবাদিক চন্দন কুমার দেব ও  নাসিরনগর  থানার অফিসার ইনচার্জকে। তাৎক্ষনিকভাবে  চোরাই মালামালের মুল্য নির্ধারণ করা সম্ভব না হলেও নগদ প্রায়  ২ লক্ষ টাকা ও   ৪ লক্ষ টাকার মোবাইল সেট সহ মোট ৬ লক্ষাধিক টাকার  মালামাল চুরি হয়েছ বলে দোকান মালিক জানান।
হ্যালো সাইফুলের স্বত্বাধিকার সাইফুল ইসলাম ”দৈনিক আমাদের ফোরাম কে বলেন, ” আমি ৩টি মোবাইল  ব্রান্ডের অফিসিয়াল ডিলার, আমি  নগদ, বাকী ও কিস্থিতে মোবাইল বিক্রি করি । চো্রাই মোবাইল গুলোর মধ্যে ২টি মোবাইলের আইএমই নাম্বার আছে আমার কাছে ।
আমি থানায়  একটি অভিযোগ দায়ের করেছি, ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেছেন, তিনি তদন্ত করে ব্যাবস্থা নিবেন ।”  নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম  জানান, ”আমি বিষয়টি জেনেছি, অবশ্যই  গুরুত্ব সহকারে ব্যাবন্থা গ্রহন করবো ।