শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি.

- আপডেট সময় : ০৩:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
মোঃ আছমত আলী, নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা।
ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড়ে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছ।
০১ জুন রবিবার গভীর রাতে ১টি মোবাইল দোকানে, চুরি হয়েছে ৬ লক্ষাধিক টাকার মালামাল । রবিবার তুলসী মার্কেটের ” হ্যালো সাইফুল ” নামে মোবাইল দোকানের মালিক সাইফুল ইসলাম ও কর্মচারীরা রাত ১০.৩০ মিঃ সময়ে দোকান বন্ধ করে বাড়ি যান । সকালে দোকানের কর্মচারী সুমন সরকার এসে তালা খুলে দেখেন এলোমেলো হয়ে মেঝেতে পড়ে আছে জিনিস পত্র, খোলা-ভাঙ্গা টেবিলের ড্রয়ার, লক্ষ্য করেন বাথরুমের ভেনটিলেটর ভাঙ্গা । সাথে সাথে মোবাইল করেন দোকান মালিক সাইফুলকে । সাইফুল এসে হতভম্ব হয়ে যান চুরির দৃশ্য দেখে, অবহিত করেন মার্কেটের মালিক সাংবাদিক চন্দন কুমার দেব ও নাসিরনগর থানার অফিসার ইনচার্জকে। তাৎক্ষনিকভাবে চোরাই মালামালের মুল্য নির্ধারণ করা সম্ভব না হলেও নগদ প্রায় ২ লক্ষ টাকা ও ৪ লক্ষ টাকার মোবাইল সেট সহ মোট ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছ বলে দোকান মালিক জানান।
হ্যালো সাইফুলের স্বত্বাধিকার সাইফুল ইসলাম ”দৈনিক আমাদের ফোরাম কে বলেন, ” আমি ৩টি মোবাইল ব্রান্ডের অফিসিয়াল ডিলার, আমি নগদ, বাকী ও কিস্থিতে মোবাইল বিক্রি করি । চো্রাই মোবাইল গুলোর মধ্যে ২টি মোবাইলের আইএমই নাম্বার আছে আমার কাছে ।
আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি, ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, তিনি তদন্ত করে ব্যাবস্থা নিবেন ।” নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম জানান, ”আমি বিষয়টি জেনেছি, অবশ্যই গুরুত্ব সহকারে ব্যাবন্থা গ্রহন করবো ।
