শিরোনাম:
নাসিরনগরে ৪০ কেজি গাঁজাসহ ৩ গ্রেফতার
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৪:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
নাসিরনগরে ৪০ কেজি গাঁজাসহ ৩ গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা সহ ৩ গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ।
শনিবার ২৫ অক্টোবর দুপুরে র্যাব ০৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ) এর ১টি যৌথ আভিযানিক দল নাসিরনগর উপজেলায় আইন শৃংখলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে যে,পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১টি সাদা রংয়ের নোয়াহ মাইক্রোবাস ও ১টি নীল রংয়ের পিকআপে করে কয়েকজন লোক বিপুল পরিমান মাদকদ্রব্য পরিবহন করে রতনপুর-ফান্দাউক-নাসিরনগর সড়ক দিয়ে নাসিরনগরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে মাধবপুর – নাসিরনগর রোডের আনন্দপুর নামক স্থানে চেকপোষ্ট পরিচালনা করে র্যাব ।

বেলা আনুমানিক ২.৪৫ সময়ে কতিপয় ব্যাক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যাবহৃত নোয়াহ গাড়ি ও পিকআপ রাস্তায় ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের পিছু ধাওয়া করে ৩ ব্যাক্তিকে গ্রেফতার করে।র্যাবের নিকট আটক ব্যাক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়,তাদের হেফাজতে পিকআপে ও মাইক্রোবাসে গাঁজা রয়েছে।তাৎক্ষনিক ভাবে এলাকাবাসীর উপস্থিতিতে আটককৃতদের সাথে নিয়ে গাড়ি থেকে ৪০ কিজি গাঁজা উদ্বার করা হয় ।
গ্রেফতারকৃত ০৩ জনেরই হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলায়। হলেন, গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে মো: সাজিদ মিয়া(২৩),দেওয়ারগাছ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জিল্লুর হকের ছেলে স্বপন মিয়া (৩২) এবং চুনারুঘাট পৌরসভার আতুনন্ডা গ্রামের লুতু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৭) তাদের কে গ্রেফতার করেন।
















