শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির জামায়াত নেতা ইলিয়াস নিহত :
এম. ইউছুফ
- আপডেট সময় : ০৭:৪৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির জামায়াত নেতা ইলিয়াস নিহত :
সড়ক দুর্ঘটনায় জি এম ইলিয়াস (৬০) নামের ফটিকছড়ি উপজেলার জামায়াত ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। নিহত জি এম ইলিয়াস ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেড়াজালী গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৭ জুন) হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জি এম ইলিয়াস মৃত এম নেছারুল হক তালুকদারের ছেলে এবং সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা জানান, জি এম ইলিয়াস ফটিকছড়িতে জামায়াতের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন। পথে আমান বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।














