শিরোনাম:
টাঙ্গাইল জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা.

abu sama
- আপডেট সময় : ০৯:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা.
নতুন করে ফের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। ফলে করোনার উপসর্গ ছড়িয়ে পড়ার আগেই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫০টি সনাক্তকরণ কিট সরবরাহ করেছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর।
হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা ভাইরাস পরীক্ষার কিট সরবরাহ না থাকায় রোগীদের জেলা সদরে পাঠানো হয়। ফলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ রোগীদের পরীক্ষা করা হচ্ছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস জানান, হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের সনাক্তকরণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত করোনায় নতুন আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। প্রথম দিনে ৩ জন টেস্ট করেছে তাদের প্রত্যেকেরই করোনা নেগেটিভ এসেছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন এফএম মাহবুবুল আলম জানান, জেলার জনসংখ্যা বিবেচনায় ১৯ হাজার ৫০০ কিটের চাহিদাপত্র স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৬৫০টি কিট পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখনও করোনা পরীক্ষার কিট পাঠানো হয়নি। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনার কিট আছে। উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষার জন্য টাঙ্গাইল জেলা সদরে পাঠাতে বলা হয়েছে।
তাই সাধারণ জনগণের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন ।