রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

- আপডেট সময় : ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৪৪৫ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষকদের এক মত বিনিময় সভা গাউছিয়া রয়েলমুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহিতুননেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মহসিন মিয়া এবং উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন গোলাকান্দাইল মজিবর রহমান ভূইয়া উচ্চ বিদ্যায়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ গোলাম সাদেক। অবশেষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।সহিতুননেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মহসিন মিয়াকে আহবায়ক ও গোলাকান্দাইল মজিবর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম সাদেক কে সদস্য সচিব করে ৪৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। যুগ্ম আহবায়কবৃন্দ ১। মোঃ শামীম ভূইয়া ২। মোঃ আল আমিন মিয়া ৩। মোঃ নাজমুল হুদা ৪। আব্দুল কাদির মোল্লা( সুমন) ৫। সালেহ আহম্মদ ৬। আলমগীর হোসেন ৭। আরিফ মিয়া ৮। সীমা আক্তার ৯। সীমা দাস ১০। হেলাল উদ্দিন ১১। এক্রামুননেছা ১২। নোয়াব ভূইয়া ১৩। ইমতিয়াজ আহমেদ রনি ১৪। হাসিনা আক্তার ১৫। মোঃ শাফায়েতুর রহমান ১৬। সাইফুল ইসলাম রাজু ১৭। আব্দুল্লাহ ১৮। মোঃ হানিফ ১৯। মোঃ ইকবাল ২০। নাছিমা আক্তার ২১। কামরুজ্জামান ২২। ইয়াছিন আলী ২৩। বিউটি আক্তার ২৪। কামরুজ্জামান খোকন ২৫। অজয় পাল ২৬। রিয়াজুল ইসলাম ২৭। বাবুল ভূইয়া ২৮। জহিরুল ইসলাম চান মিয়া ২৯। কপিল কৃষ্ণ বারৈ ৩০। জুয়েল রানা ৩১। মিত্র শেখর হালদার ৩২। ফজর আলী ৩৩। মোঃ জসিম উদ্দিন ৩৪। মোঃ মজিবুর রহমান ৩৫। মোঃ মাজেদুল ইসলাম ৩৬। ফোরকান ৩৭। সাইফুল ইসলাম ৩৮। হারুন অর রশীদ ৩৯। কৃষ্ণ পদ সাহা ৪০। শাহাজালাল গাজী ৪১। ফয়সাল আহমেদ ৪২। মোঃ মাসুম ভূইয়া ৪৩। মোঃ রমজান মিয়া।