রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন উন্নয়ন ও কল্যান সমিতির উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫খ্রি. আয়োজন
- আপডেট সময় : ০৪:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন উন্নয়ন ও কল্যান সমিতি কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ আগামীকাল ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় রূপগঞ্জ উপজেলার সাতটি কেন্দ্রে প্রায় চার হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। পরিচালক ও নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জানা যায় গোলাকান্দাইল ইউনিয়ন শাখার ২৫ টি স্কুলের প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১২১০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে উক্ত ইউনিয়নের গোলাকান্দাইল মজিবর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকাল চার টা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া তারাবো পৌরসভায় হাজী নূরউদ্দিন আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ২০ টি স্কুলের ৯১০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, ভুলতা ইউনিয়নের ভুলতা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১২ টি স্কুলের ৪৩০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, রূপগঞ্জ ইউনিয়নের আব্দুল হক ভূইয়া ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ১৫টি স্কুলের ৪৫০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, দাউদপুর ইউনিয়নে বেলদি মাদ্রাসা কেন্দ্রে ১৫ টি স্কুলের ৪৩০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, ভোলাব ইউনিয়নে গনবাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ১২ টি স্কুলের ৪১০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং কায়েতপাড়া ইউনিয়নে মাঝিনা মাদ্রাসা কেন্দ্রে ১৪ টি স্কুলের ৩১০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সংগঠনের আহবায়ক মনিরুল হক ভূইয়া মনির জানান ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর উৎসব মূখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবারো সকল পরিচালক ও নেতৃবৃন্দের সহযোগিতায় অনেক উৎসব মূখর ও আনন্দগন পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে বলে আশাকরি। সে জন্যে সকল পরিচালক ও নেতৃবৃন্দ এক সাথে কাজ করে যাচ্ছেন। সেই সাথে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আমাদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। সে জন্য তাদের নিকট আমরা কৃতজ্ঞতা জানাই।















