শিরোনাম:
নাসিরনগরে আইএলএসটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৮:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
নাসিরনগরে আইএলএসটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার নাসরিনগরে আইএলএসটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ দাবী বাস্তবায়নে নাসিরনগর – সরাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির (আইএলএসটির) শিক্ষার্থীর।
ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষার যথাযথ স্বীকৃতি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আজ রবিবার (৯ নভেম্বর) সাড়ে ১০ টায় নাসিনরগর সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দুরা নামক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা । এতে রাস্তার উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
তবে সড়কে দুর্ভোগের কথা ভেবে কিছু সময় যান চলাচলের সুযোগ করে ফের তারা সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে নেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আইএলএসটি অধ্যক্ষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।















