শিরোনাম:
কামরুজ্জামান কামরুলের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা।

আবু জাহান তালুকদার
- আপডেট সময় : ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
কামরুজ্জামান কামরুলের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) এর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিশেষ এ দোয়া ও মোনাজাত হয়। এছাড়াও বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
কামরুজ্জামান কামরুলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট লন্ডনে পরিবারকে দেখতে যান কামরুজ্জামান কামরুল। এরপর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে লন্ডনের বার্মিংহাম মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নাছির মিয়া জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদে মসজিদে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
দোয়া শেষে তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তায়ালা যেন আমাদের প্রিয় নেতা কামরুজ্জামান কামরুলকে অতিদ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।
বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনজুর আলী বলেন, কামরুজ্জামান কামরুল ভাই অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই তাঁর সুস্থতা কামনায় আমরা আমাদের ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করেছি। আমরা আল্লাহ তায়া’লার নিকট তাঁর রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চাঁন মিয়া মাস্টার বলেন, কামরুজ্জামান কামরুল আমাদের এই অঞ্চলের মানুষের গর্বের ধন। আমরা তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছি। আমরা চাই তিনি পুরোপুরি সুস্থ হয়ে লন্ডন থেকে দেশে ফিরে আসুক। দেশবাসী সকলের নিকট উনার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নান্টু সরকার জানান, শুক্রবার দুপুরে মধ্যনগরে ৮২ গ্রাম সমন্বিত জগন্নাথ জিউর আশ্রম মন্দিরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের রোগ মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) এর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও বিভিন্ন মন্দিরে সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা হয়েছে। সবাই উনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
কামরুজ্জামান কামরুল লন্ডনের বার্মিংহাম মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) সহ দেশের সকল মানুষের কাছে আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।