শিরোনাম:
প্রায় ৪ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য বাচ্চু মিয়া।

মোঃ আছমত আলী
- আপডেট সময় : ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
মোঃ আছমত আলী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।
প্রায় ৪ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য বাচ্চু মিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ভলাকুট ইউনিয়নের দীর্ঘ তিন বছর সাত মাস পর আইনি লড়াইয়ে জয়ী হয়ে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ বাচ্চু মিয়া।
সোমবার (৭ জুলাই) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিনের কাছে আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
বাচ্চু মিয়া নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ২নং ওয়ার্ডের বলিখোলা গ্রামের বাসিন্দা। এই ওয়ার্ডে ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে তিনি অংশ নেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. তৈয়ব হোসেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অবৈধ উপায়ে জয়ী হন তৈয়ব হোসেন। তবে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারে না—এই নিয়ম লঙ্ঘন করেই ওই সময় নির্বাচন করেন তৈয়ব হোসেন । অভিযোগ রয়েছে, নির্বাচনের সময় তিনি একজন ফেরারি আসামি ছিলেন।
বিষয়টি নিয়ে মোহাম্মদ বাচ্চু মিয়া নির্বাচন কমিশন কমিশনারের কাছে অভিযোগ কনেন, এর মধ্যেও রহস্যজনকভাবে তৈয়ব হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচন শেষে বাচ্চু মিয়া আদালতের দ্বারস্থ হন।
দীর্ঘ সময়ে বিচারিক প্রক্রিয়া শেষে করে আদালত বাচ্চু মিয়ার পক্ষে রায় দেন। সেই রায়ের ভিত্তিতে উপজেলা প্রশাসন তার শপথ অনুষ্ঠান আয়োজন করে।
শপথগ্রহণ শেষে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, আমি ন্যায়বিচার পেয়ছি । আদালতের রায়ে সন্তুষ্ট। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জনগণের প্রতিনিধি হিসেবে শপথ নিয়ে আমি আনন্দিত।