শিরোনাম:
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি নেতা কামরুলের মোটরসাইকেল শোডাউন
আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
- আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি নেতা কামরুলের মোটরসাইকেল শোডাউন
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে মোটরসাইকেল শোডাউন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বিএনপির এই নেতার সমর্থনে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বুধবার সকাল ১১টায় শোডাউনে প্রায় ১ হাজার মোটরসাইকেলের উপস্থিতিতে তাহিরপুর সদর-সহ পুরো সীমান্ত এলাকা কামরুল কামরুল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদর থেকে শুরু করে মেঘালয় সীমান্ত পথ ধরে মহিষখলা বাজারে গিয়ে শেষ হয়।
পরবর্তীত সেখানে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বংশীকুন্ড উত্তর ইউনিয়ন বিএনপির মিলাদ মাহফিলে কামরুজ্জামান কামরুল অংশগ্রহন করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিল পুর্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্রে পরিনত হবে। আর আমাকে যদি ধানের শীষ মনোনয়ন দেয়া হয় ইনশাআল্লাহ সুনামগঞ্জ-১ আসনটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য চান মিয়া প্রমুখ। ##














