সাদুল্লাপুরে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সাদুল্লাপুরে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধকরণ লেখাপড়ায় উদ্ধুদ্ধকরণে শিক্ষকদের পাশাপাশি অবিভাবকের ভূমিকায় গুরুত্ব এবং শিক্ষার মান উন্নয়নে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও এসএমসি কমিটির সভাপতি মো:খাইরুল ইসলাম।
সহকারী শিক্ষক মোর্শেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরন দাস।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নলডাঙ্গা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, নাদিরা বেগম,নলডাঙ্গা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহিন, অভিভাবক কাজল রেখা,শামীম ঢালী ও রফিকুল ইসলাম প্রমুখ ।