ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ। ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, স্টার্কের ৬ উইকেট, স্কট ৩ উইকেট এবং হ্যাটট্রিক। ৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন: বজ্রপাত রোধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তালের চারা রোপণ। সবাইকে ‘জুলাই বিপ্লব’ চেতনাকে অন্তরে ধারণ করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শূন্যপদ ১০০৮২২টি আবেদন জমা পড়েছে ৫৭৮৪০। চলতি মাসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশনা। এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছে প্রাণ-আরএফএল। পোশাক শিল্পকে এগিয়ে নিতে বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকার। প্রথম ও একমাত্র অত্যাধুনিক হেলমেট টেস্টিং ল্যাবরেটরি এবং ন্যাশনাল হালাল ল্যাবরেটরি চালু।

সবাইকে ‘জুলাই বিপ্লব’ চেতনাকে অন্তরে ধারণ করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক।

এম. ইউছুফ
  • আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

সবাইকে ‘জুলাই বিপ্লব’ চেতনাকে অন্তরে ধারণ করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে ‘জুলাই বিপ্লব’-এর চেতনাকে অন্তরে ধারণ করতে হবে। জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নগরের পাঁচলাইশ এ অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে এ ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সোমবার (১৪ জুলাই) সকালে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নগরের পাঁচলাইশ এ অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে এ ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-তরুণদের সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের ইতিহাসের গর্ব। তাঁদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এই চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ-যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি হাসপাতালে চিকিৎসা সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে। এই চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
ফরিদা খানম বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা চিরতরে পঙ্গু হয়ে গেছেন—তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কারণ তাঁদের আত্মত্যাগ আমাদের বর্তমান অর্জনের ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

সবাইকে ‘জুলাই বিপ্লব’ চেতনাকে অন্তরে ধারণ করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক।

আপডেট সময় : ০৬:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

সবাইকে ‘জুলাই বিপ্লব’ চেতনাকে অন্তরে ধারণ করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে ‘জুলাই বিপ্লব’-এর চেতনাকে অন্তরে ধারণ করতে হবে। জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নগরের পাঁচলাইশ এ অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে এ ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সোমবার (১৪ জুলাই) সকালে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নগরের পাঁচলাইশ এ অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে এ ‘শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-তরুণদের সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের ইতিহাসের গর্ব। তাঁদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এই চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ-যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি হাসপাতালে চিকিৎসা সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে। এই চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
ফরিদা খানম বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা চিরতরে পঙ্গু হয়ে গেছেন—তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কারণ তাঁদের আত্মত্যাগ আমাদের বর্তমান অর্জনের ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ প্রমুখ।