শিরোনাম:
শহীদ ইমরানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।

মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৪:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
শহীদ ইমরানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।
নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শহীদ ইমরানের কবরে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ ইমরানকে।
৫ আগষ্ঠ সকাল ১১ টায় নাসিরনগর উপজেলায় গোওয়ালনগর ইউনিয়নে রামপুর কবরস্থানে প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারসহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জনের পক্ষে স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ডাক্তার মুখবুল হোসেন, মুক্তি যোদ্ধ্যাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির, প্রেসক্লাবের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছমত আলী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ সাংবাদিক অধ্যাপক আমিনুল ইসলাম মোঃ আল-মামুন এবং এন সি পির পক্ষে আহবায়ক মোঃ আব্দুল হাফিজ, পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, শহীদ ইমরান ছিলেন একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম।“শহীদ ইমরানের মতো বীরদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাঁর প্রতি এই শ্রদ্ধা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের অঙ্গীকার—এই স্বাধীনতাকে ধরে রাখার।”
আলোচনা শেষে তার পরিবারের সদস্যদের কে নিয়ে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জয়নাল আবেদিন।