শিরোনাম:
শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Mizan Rahman
- আপডেট সময় : ০৫:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে The Red July, খুলনা মহানগর এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে সময়: বাদ আসর, স্থান: শিববাড়ি মোরের পাশে (মিয়া বাড়ি মসজিদ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন The Red July :, আহবায়ক মোঃ মিরাজ হোসেন, যুগ্ম আহবায়ক রবিউল হাসান, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুজ সাকিব, যুগ্ম আহবায়ক শেখ রেদোয়ান রাফী, সিনিয়র মুখ্য সংগঠক আবদুর রহমান শাফিন, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা সাইফ নেওয়াজ, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম ফাহিম, যুগ্মহাবায়ক মাওলানা মোঃ মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক রাগিব হাসিন সদস্য আশিক শাহরিয়ার আপন,
উপস্থিত নেতৃবৃন্দ তাঁর আদর্শ ও সাহসিকতার চেতনাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
The Red July, খুলনা মহানগর এর আহবায়ক মোঃ মিরাজ হোসেন বলেন: শহীদ আবরার ফাহাদ আমাদের অনুপ্রেরণা —
তাঁর আত্মত্যাগের চেতনা আমাদের ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে সাহস জোগায়।












