জালাল উদ্দিন আহ্বায়ক এবং জ্যোতিষ মজুমদার সদস্য সচিব
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
অদ্য ২৩ আগস্ট শনিবার বিকাল চারটায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে নগরীর আল মারজান মার্কেটে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি জনাব মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব মোঃ মোদাচ্ছির আলম। উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি জনাব মোঃ সাজিদ মিয়া, বর্ণমালা সফটওয়্যারের প্রতিষ্ঠাতা প্রভাষক মোঃ ইয়াহিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এম.এ.মতিন, জেলা সাংগঠনিক সম্পাদক সাজু সরকার, এম.এ.বাসিত, নুরুল হক, অর্থ সম্পাদক ইমদাদুল হক, জেলা কমিটির সদস্য প্রত্যুষ কান্তি দাস, মোঃ মাসুক মিয়া,সুব্রত রায়,শংকর দাস প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোঃ জালাল উদ্দিনকে আহ্বায়ক, জ্যোতিষ মজুমদারকে সদস্য সচিব,সাজিদ মিয়া ও বদিউল আলমকে যুগ্ম আহ্বায়ক ও এম এ মতিন ও এইচ এম এ বাসিতকে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।












