ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
নবীন চারুশিল্পীদের বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন বাস্তবায়নে খুলনা আর্ট একাডেমির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরের পূর্বধূইর পশ্চিম ইউনিয়ন জামাায়াত ইসলামী উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা.  মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান দূর করতে হবে। চট্টগ্রামে প্লাস্টিকের দূষণ মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচি:  বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের সমর্থনে জনসমাবেশ নাসিরনগর সাংবাদিক ফোরামের কমিটি গঠন  বটিয়াঘাটায় নবাগত ইউএনও’ র যোগদান  খুলনা কে, ডি, এ  খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জঘন্য মানবতাবিরোধী অপরাধ: -অধ্যাপক আহসানুল্লাহ নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নাসিরনগর সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ০৬:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

নাসিরনগর সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  এক জমকালো আয়োজনে ঘোষনা করা হয়েছে  সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনস্বার্থ এর অঙ্গীকার নিয়ে গঠিত নাসিরনগর সাংবাদিক ফোরামের ১বছর মেয়াদি  নতুন কমটি। কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সাংবাদিক ও আয়োজকদের  মাঝে  ছিল উৎসবের আমেজ , প্রেসক্লাব মিলনায়তনে ছিল সাজ সাজ রব।
শনিবার (১ নভেম্বর) বিকেলে সাংবাদিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ায় নাসিরনগরের এক ঝাক মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের  মিলনমেলা।কমিটির দায়িত্বশীল  পদ নির্বাচন  নিয়ে দীর্ঘ সময়  ধরে চলে নিজ নিজ সমর্থিত  প্রার্থীদের নিয়ে  যুক্তি প্রদর্শন ও যুক্তিখন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ  আলোচনা শেষে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ  দিগন্ত)কে সভাপতি  ও তোফাজ্জল মিয়া(স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে  সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন  কমিটি ঘোষনা  করা হয়।
কমিটির  অন্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মো:সাইফুল ইসলাম(দৈনিক চেতনায় বাংলাদেশ) , যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম(দৈনিক ঐশী  বাংলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন(দৈনিক ঢাকা প্রতিদিন) , দপ্তর সম্পাদক  আশিকুল হক আপনান (দৈনিক সমতট বার্তা) ,প্রচার সম্পাদক  ওয়ালী রহমান(দৈনিক  মুক্তি সমাচার), কার্যকরী সদস্য  খ.ম.জায়েদ হোসেন(দৈনিক জনতার খবর) , তন্ময় আহম্মেদ(দৈনিক বায়ান্ন) সোবেল মিয়া (এস টি বাংলা টিভি) ইমরান নাজির ভুঁইয়া ( দৈনিক বাংলাদেশ সমাচার।নব নির্বাচিত সভাপতি রাকিব চৌধুরী বলেন, ” অতীতে দেখা গেছে  কিছু কিছু সাংবাদিক  ব্যাক্তিগত  লোভ লালসা ও উচ্চকাঙ্খা চরিতার্থ করার জন্য অনেকে   সাংবাদিকতার মতো মহান পেশাকে  কলুষিত  করেছে,আমরা এর প্রতিকুল পদযাত্রী।শতভাগ  স্বচ্ছতা  ও বিশুদ্ধতা  নিয়ে  এগুবে আমাদের সংগঠন।”  সাধারণ সম্পাদক তোফাজ্জল  মিয়া  বলেন,” ব্যাক্তি স্বার্থ নয় জনস্বার্থই আমার ও আমাদের  সাংবাদিকতার উদ্দেশ্য,‌ নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে  এলাকাবাসীর  সহযোগীতা  কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নাসিরনগর সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

আপডেট সময় : ০৬:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

নাসিরনগর সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  এক জমকালো আয়োজনে ঘোষনা করা হয়েছে  সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনস্বার্থ এর অঙ্গীকার নিয়ে গঠিত নাসিরনগর সাংবাদিক ফোরামের ১বছর মেয়াদি  নতুন কমটি। কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সাংবাদিক ও আয়োজকদের  মাঝে  ছিল উৎসবের আমেজ , প্রেসক্লাব মিলনায়তনে ছিল সাজ সাজ রব।
শনিবার (১ নভেম্বর) বিকেলে সাংবাদিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ায় নাসিরনগরের এক ঝাক মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের  মিলনমেলা।কমিটির দায়িত্বশীল  পদ নির্বাচন  নিয়ে দীর্ঘ সময়  ধরে চলে নিজ নিজ সমর্থিত  প্রার্থীদের নিয়ে  যুক্তি প্রদর্শন ও যুক্তিখন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ  আলোচনা শেষে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ  দিগন্ত)কে সভাপতি  ও তোফাজ্জল মিয়া(স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে  সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন  কমিটি ঘোষনা  করা হয়।
কমিটির  অন্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মো:সাইফুল ইসলাম(দৈনিক চেতনায় বাংলাদেশ) , যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম(দৈনিক ঐশী  বাংলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন(দৈনিক ঢাকা প্রতিদিন) , দপ্তর সম্পাদক  আশিকুল হক আপনান (দৈনিক সমতট বার্তা) ,প্রচার সম্পাদক  ওয়ালী রহমান(দৈনিক  মুক্তি সমাচার), কার্যকরী সদস্য  খ.ম.জায়েদ হোসেন(দৈনিক জনতার খবর) , তন্ময় আহম্মেদ(দৈনিক বায়ান্ন) সোবেল মিয়া (এস টি বাংলা টিভি) ইমরান নাজির ভুঁইয়া ( দৈনিক বাংলাদেশ সমাচার।নব নির্বাচিত সভাপতি রাকিব চৌধুরী বলেন, ” অতীতে দেখা গেছে  কিছু কিছু সাংবাদিক  ব্যাক্তিগত  লোভ লালসা ও উচ্চকাঙ্খা চরিতার্থ করার জন্য অনেকে   সাংবাদিকতার মতো মহান পেশাকে  কলুষিত  করেছে,আমরা এর প্রতিকুল পদযাত্রী।শতভাগ  স্বচ্ছতা  ও বিশুদ্ধতা  নিয়ে  এগুবে আমাদের সংগঠন।”  সাধারণ সম্পাদক তোফাজ্জল  মিয়া  বলেন,” ব্যাক্তি স্বার্থ নয় জনস্বার্থই আমার ও আমাদের  সাংবাদিকতার উদ্দেশ্য,‌ নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে  এলাকাবাসীর  সহযোগীতা  কামনা করছি।