শিরোনাম:
নাসিরনগর পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৫:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
নাসিরনগর পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ।
বুধবার ( ১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত ইসলাম (৪) উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া এলাকার সারোয়ার মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল আরাফাত, কিছুক্ষণ পর তাঁর মা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, পরে প্রতিবেশী এক লোক তার দেহ পুকুরে ভাসতে দেখতে প্রায়, পরে এলাকাবাসীর সাহায্যে তাকে পুকুর থেকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মৌমিতা বসাক।











