শিরোনাম:
নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার
মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৩:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার
নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার জেলা নাসিরনগর উপজেলায় নিখোঁজের তিনদিন পর বলভদ্র নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদীর খালের মুখ থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) এর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহমুদুল ইসলাম বিশাল নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্ৰামের নজরুল ইসলাম এর বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে ফান্দাউক বাজারে ঔষধ আনতে গিয়ে নিখোঁজ হয়েছিল মাহমুদুল ইসলাম, আজ সকালে কয়েকজন লোক বলভদ্র নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো। আজ লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান












