দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

- আপডেট সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
বেনোনিতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ বছরে চারটি দ্বিপাক্ষিক যুব ওয়ানডে সিরিজ খেলে চারটিতেই জিতল বাংলাদেশের যুবারা।
দুই দিন আগে প্রথম যুব ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ১৩০ রানে। আজ ব্যবধানটা একটু কমেছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে ১০৪ রানে।
উইলোমুর পার্কে প্রথমে ব্যাট করে বাংলাদেশের দলটি করে ৬ উইকেটে ২৬৫ রান। অধিনায়ক আজিজুল হাকিম ৯০ বলে করেছেন সর্বোচ্চ ৬৭ রান। এ ছাড়া ফিফটি পেয়েছেন ওপেনার জাওয়াদ আবরার ও চারে নামা রিজান হাসান। জাওয়াদ ৫৩ বলে ৫৭ রান করার পথে মেরেছেন ৬টি ছক্কা। প্রথম ম্যাচেও ফিফটি পেয়েছিলেন জাওয়াদ ও রিজান।
এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা ১৪ রানেই তুলে নেন স্বাগতিকদের ৩ উইকেট। এই চাপ আর সামলাতে পারেনি প্রোটিয়া যুবারা। ৩০.২ ওভারেই অলআউট হয়ে যায় ১৬১ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন জ্যাসন রোলেস। বাংলাদেশের যুবাদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ, আজিজুল হাকিম ও স্বাধীন ইসলাম। সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার।