শিরোনাম:
তাহিরপুরে ব্র্যাকের ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের কর্মশালা

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
- আপডেট সময় : ০৩:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
তাহিরপুরে ব্র্যাকের ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের কর্মশালা
সুনামগঞ্জের তাহিরপুরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার এস এম তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিশ্বনাথ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুল ইসলাম, তাহিরপুর থানার এসআই নাজমুল হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ ফরিদ, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শাহ আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার শাহ আলম, সাংবাদিক রুকন উদ্দিন, শওকত হাসান প্রমুখ।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ জন ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের সদস্য উপস্থিত ছিলেন।
কর্মশালায় যেকোন ধরনের দূর্যোগকালীন মুহুর্তে কিভাবে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সুরক্ষাসহ উদ্ধার অভিযান ও অন্যান্য সহযোগিতা পৌঁছানো যায় সে ব্যাপারে হাতে কলমে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। নাগরিক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের নিকট থেকে বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থাপন করা ও যৌক্তিক সমাধান বিষয়ে আলোচনা করা হয়।