শিরোনাম:
কামরুল-এর সুস্থতা কামনায় তাহিরপুরে আব্দুস সোবহান-এর উদ্যোগে দোয়া মাহফিল।

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
- আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
কামরুল-এর সুস্থতা কামনায় তাহিরপুরে আব্দুস সোবহান-এর উদ্যোগে দোয়া মাহফিল।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল-এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সোবহান-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর ইউনিয়নের বিরেন্দ্রনগর নুরুল উলুম নূরানি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সোবহান বলেন, কামরুজ্জামান কামরুল ভাই অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই তাঁর সুস্থতা কামনায় আমি আজকে এই মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তায়ালা যেন আমাদের প্রিয় নেতা কামরুজ্জামান কামরুল ভাইকে অতিদ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য আইয়ুব আলী, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মুনসুর হাছান প্রমুখ।
উলেক্ষ্য, গত ৩ আগস্ট লন্ডনে পরিবারকে দেখতে যান কামরুজ্জামান কামরুল। এরপর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে লন্ডনের বার্মিংহাম মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি।