শিরোনাম:
এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা প্রদানের হাইকোর্টের রায় বাস্তবায়নে সভা।

মোঃ রেহান উদ্দীন
- আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে
এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা প্রদানের হাইকোর্টের রায় বাস্তবায়নে সভা।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের (বাবেশিকফো) নেতৃত্বে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য ২০১৯ সালে রিট করা হয়েছিল।
শিক্ষক বান্দব এডভোকেট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব ছিদ্দিকুল্লাহ মিয়ার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সম্প্রতি মহামান্য হাইকোর্ট ৪% অতিরিক্ত কর্তনের বিনিময়ে অতিরিক্ত সুবিধা প্রদান, অবসরের ৬ মাসের মধ্যে শিক্ষক কর্মচারীদের প্রাপ্য টাকা পরিশোধে মহামান্য হাইকোর্টের রায় প্রদান করেন।

মহামান্য হাইকোর্ট ৪% অতিরিক্ত কর্তনের বিনিময়ে অতিরিক্ত সুবিধা প্রদান, অবসরের ৬ মাসের মধ্যে শিক্ষক কর্মচারীদের প্রাপ্য টাকা পরিশোধে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন, % আকারে বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতাসহ এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে মেট্রো লাউঞ্জে এক ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতা-কর্মীর সাথে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার, আবু রায়হান স্যার, শিক্ষক বান্দব এডভোকেট ছিদ্দিকুল্লাহ মিয়া, মোঃ নাছির উদ্দীন, আব্দুস সবুর, মোহাম্মদ মঈনুল ইসলাম, নেকবর হোসেন, নূরে আলম বিপ্লব, জাহাঙ্গীর হোসেন, হারুন অর রশিদ, আফরোজা শ্রাবন, মোঃ মেজবাহুল প্রিন্সসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় সকলের অংশগ্রহণের মাধ্যমে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সাংবাদিক সম্মেলন বাস্তবায়ন করে মহামান্য হাইকোর্টের ৪% অতিরিক্ত কর্তনের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান, অবসরের ৬ মাসের মধ্যে শিক্ষক কর্মচারীদের প্রাপ্য টাকা পরিশোধে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নসহ সকল বৈষম্য দূরীকরণের রাস্তা উন্মোক্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।