ঈদুল আজহার ১০ দিনের ছুটি শেষে রোববার খুলবে সরকারি-বেসরকারি কলেজ।

- আপডেট সময় : ০৯:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
৭ তারিখ ছিল ঈদুল আজহা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে এবার ১০ দিনের ছুটি ছিল। এ ছুটি শেষ হচ্ছে বৃহস্পতিবার (১২ জুন)। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে কলেজ। এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী- সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি ছিল গত ৩ জুন খেকে ১২ জুন পর্যন্ত সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। সেজন্য ১৩ জুন থেকেই পুনরায় কলেজ খোলা। ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের দিন পড়ায় ছুটির আওতা আরও দুদিন বেড়েছে। ফলে আগামী ১৫ জুন, রোববার থেকে সরকারি-বেসরকারি কলেজগুলো পুরোদমে চালু হবে।
কিন্তু , প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও দেড়িতে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী- প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২৪ জুন। মাধ্যমিক বিদ্যালয় খুলবে ২২ জুন, মাদরাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ জুন খুলে দেওয়া হবে। তবে ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ পড়লে সেক্ষেত্রে আরও দুদিন পর প্রতিষ্ঠানগুলোতে ক্লাসসহ সব কার্যক্রম পুনরায় শুরু হবে।