ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হবে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী-ধর্ম উপদেষ্টা ।

- আপডেট সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হবে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী- ধর্ম উপদেষ্টা ।
রোববার (২৯ জুন) বিকেলে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন- দেশের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী যাতে ইমাম ও খতিবদের বেতন ভাতা দেওয়া হয় তা বেটিং করার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে বেটিং হয়ে আসলে এটা আমরা উপদেষ্টা পরিষদে পাস করবো এবং সরকারি গেজেট করে দেবো।
উপদেষ্টা বলেন, আমাদের যে আড়াই লাখ থেকে তিন লাখ মসজিদ আছে সেগুলোর অধিকাংশ মসজিদই বেসরকারি। এছাড়া করপোরেটসহ অন্য মসজিদেও যাতে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হয় সেজন্য আমরা চেষ্টা করবো। বেসরকারি মসজিদকে আমরা নীতিমালার আওতায় আনছি, জেলা প্রশাসক ও ইউএনওর তদারকির মাধ্যমে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে পে স্কেল অনুযায়ী বেতন দিতে বাধ্য থাকবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকারে আসার আগে আমি ১৬ বছর মসজিদে খুতবা দিয়েছি। সেজন্য ইমাম ও খতিবদের ব্যথা-বেদনা বলতে হবে না। আমি নিজেই এটার সাক্ষী। আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম-খতিবদের জন্য যতটুকু করা প্রয়োজন করবো।