শিরোনাম:
আবদুস সাত্তার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।

মোঃ রেহান উদ্দীন
- আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে
আবদুস সাত্তার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন আবদুস সাত্তার ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত। আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সোমবার সকাল ১০ ঘটিকায় কলেজ অডিটোরিয়াম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোশারফ হোসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র কেন্দ্রীয় নেতা, সরাইল উপজেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র মনোনয়ন প্রত্যাশী, মাটি ও মানুষের নেতা জনাব মোঃ আহসান উদ্দিন খান শিপন ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত বিদ্যুৎসাহী সদস্য জনাব মোঃ মিজানুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য জনাব মোঃ মাজহারুল হক মাজহাব, অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কলেজের শিক্ষকমন্ডলি, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, নবাগত শিক্ষার্থীসহ দ্বাদশ, স্নাতক পাস ও স্নাতক সম্মান শ্রেণির ছাত্র ছাত্রীবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরিচিতি পর্বের পর অনষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন হানিফা রহমান ইমন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রুপসা আক্তার।

গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করেন শিক্ষকদের পক্ষ থেকে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ রেহান উদ্দীন, বিদ্যুৎসাহী সদস্য জনাব মিজানুর রহমান মিজান, মাজহারুল হক মাজহার, প্রধান বক্তা জনাব মোঃ আহসান উদ্দিন খান শিপন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোশারফ হোসাইন, আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা।
প্রধান বক্তা ও প্রধান অতিথি এবং অনুষ্ঠানের সভাপতি শিক্ষার্থীদের বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনামূলক বিভিন্ন বিষয় তাদের বক্তব্যে তুলে ধরে ভালো করে লেখাপড়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম ও মোঃ রেহান উদ্দীন।