রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে শুভেচ্ছা – মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

- আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার আশরাফ আলম সিদ্দিকী। এছাড়া আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মহসিন মিয়া, সদস্য সচিব মোহাম্মদ গোলাম সাদেক,যুগ্ম আহবায়ক মোঃ শামীম ভূইয়া, আব্দুল কাদির মোল্লা (সুমন),মোঃ আল আমিন, নাজমুল হুদা,বাবুল ভূইয়া,সালেহ আহম্মদ, নাছিমা আক্তার,জাহাঙ্গীর হোসেন,হেলান উদ্দিন, একরামুন্নেসা, রমজান হেসেন, আব্দুল্লাহ পারভেজ,আলী আকবর সরকার,ইসমাইল হোসেন ও শাফায়েতুর রহমান সহ প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে গুনগত শিক্ষা নিশ্চিত করা ও শিক্ষকদের কল্যাণ। শিক্ষকদের পাশে থেকে তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করা ও গুনগত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সিদ্দিক নুর আলম মহোদয় মনোযোগ সহকারে তাদের কথা শুনেন। তাদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তাদের যেকোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।