শিরোনাম:
ইমার্জেন্সি রোগীর গাড়িতে ডাকাতি, রোগীসহ আহত ৪

মোঃ আছমত আলী
- আপডেট সময় : ০৫:৩৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
মোঃ আছমত আলী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া.
ইমার্জেন্সি রোগীর গাড়িতে ডাকাতি, রোগীসহ আহত ৪
২৭ জুন শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয় টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রায়হান।
জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বুড়িশ্বর গ্ৰামের সুরুজ ফকিরের ছেলে মাহফুজ মিয়া হার্ট অ্যাটাক করেন, পরে থাকে জরুরি অবস্থায় টমটমে করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় শ্রীঘর জোড়া ব্রীজ এলাকায় তাদের গাড়ি থামিয়ে ডাকাতদল তাদের হামলা চালায়,
এ সময় ডাকাতদের হামলায় রোগী সহ চারজন গুরুত্বর আহত হন, পরে তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করে, বাকি তিনজন কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের মাহফুজ মিয়া,উজ্জ্বল মিয়া , ছোট মিয়া ও ফখরুল ইসলাম। মাহফুজ মিয়া বর্তমান এ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।