ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয় দিয়ে শুরু দক্ষিণ আফ্রিকা সফর । আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান । সবজি হিসেবে কাঁকরোলের উপকারিতা ও এর বৈশিষ্ট্যগুণ। চলছে যাচাই-বাছাই, খুব শিগগির শিক্ষক নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ। জামালপুরে বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল, থানায় মামলা। অবশেষে ৮ উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজ (২-১) জিতল বাংলাদেশ। গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসি, মাদারাসা ও কারিগরি বোর্ডের অধীন পরীক্ষা স্থগিত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্নী সাহা ও স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ।

প্রাণঘাতী করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়া উদ্বেগ।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৯:২১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে উদ্বেগ।

প্রাণঘাতী করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়া উদ্বেগ দেখা দিয়েছে। দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নেবেন সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী।

করোনার সংক্রমণ বাড়ায় এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষা বোর্ডগুলো বলছে, প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ বাড়ায় তারা দুশ্চিন্তায় থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই। ফলে আগামী ২৬ জুন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, করোনাভাইরাস ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা শঙ্কার কথা জানাচ্ছেন। তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই। ২৬ জুনই এইচএসসি পরীক্ষা শুরু করা হবে।

কুমিল্লা, বরিশালসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের করতিপক্ষগণ  বলেন, বর্তমানে করোনা সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আসন বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে।

রাজধানীর শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক বলেন, কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দিয়ে দ্রুত পরীক্ষা নেয়া যেতে পারে।এদিকে কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দ্রুত পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছেন অভিভাবকেরাও। তারা বলছেন, সন্তানরা পরীক্ষার পুরো সিলেবাস শেষ করেছে। পরীক্ষার সব প্রস্তুতি শেষ। অটোপাসের অভিশাপ যেন সন্তানদের উপর না পরে।

শিক্ষকরা করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় পরীক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে নাম প্রকাশ না করে অনেকে বলেন, পরীক্ষায় ডিউটি  করতে হবে। ডেঙ্গু ও করোনা বেড়ে যাওয়ায় নিজের ও পরীক্ষার্থীদের সুরক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ পরীক্ষা ৩ ঘণ্টার হলেও শিক্ষক-পরীক্ষার্থীদের অনেক আগে কেন্দ্রে আসতে হয়। ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানাটাও কঠিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

প্রাণঘাতী করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়া উদ্বেগ।

আপডেট সময় : ০৯:২১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

প্রাণঘাতী করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে উদ্বেগ।

প্রাণঘাতী করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়া উদ্বেগ দেখা দিয়েছে। দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নেবেন সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী।

করোনার সংক্রমণ বাড়ায় এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষা বোর্ডগুলো বলছে, প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ বাড়ায় তারা দুশ্চিন্তায় থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই। ফলে আগামী ২৬ জুন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, করোনাভাইরাস ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা শঙ্কার কথা জানাচ্ছেন। তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই। ২৬ জুনই এইচএসসি পরীক্ষা শুরু করা হবে।

কুমিল্লা, বরিশালসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের করতিপক্ষগণ  বলেন, বর্তমানে করোনা সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আসন বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে।

রাজধানীর শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক বলেন, কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দিয়ে দ্রুত পরীক্ষা নেয়া যেতে পারে।এদিকে কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দ্রুত পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছেন অভিভাবকেরাও। তারা বলছেন, সন্তানরা পরীক্ষার পুরো সিলেবাস শেষ করেছে। পরীক্ষার সব প্রস্তুতি শেষ। অটোপাসের অভিশাপ যেন সন্তানদের উপর না পরে।

শিক্ষকরা করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় পরীক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে নাম প্রকাশ না করে অনেকে বলেন, পরীক্ষায় ডিউটি  করতে হবে। ডেঙ্গু ও করোনা বেড়ে যাওয়ায় নিজের ও পরীক্ষার্থীদের সুরক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ পরীক্ষা ৩ ঘণ্টার হলেও শিক্ষক-পরীক্ষার্থীদের অনেক আগে কেন্দ্রে আসতে হয়। ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানাটাও কঠিন।