শিরোনাম:
বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের সমর্থনে জনসমাবেশ
আবু জাহান তালুকদার, তাহিরপুর:
- আপডেট সময় : ০৬:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের সমর্থনে জনসমাবেশ
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামন কামরুলের সমর্থন জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে দুরে রাখার জন্য একটি গোষ্ঠি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সেই সাথে হাটে-ঘাটে গ্রাম-গঞ্জে ধানের শীষ ও দলের ৩১ দফার বার্তা পৌছে দিতে হবে।
তিনি আরো বলেন, একটি দল চায়না দেশে ভোটাধিকার ব্যবস্থা ফিরে আসুক, নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসুক। তারা চায় ছলে বলে কৌশলে পিআর এর নামে, জাতীয় নির্বাচনের আগে গনভোটের নামে দেশে একটা বিশৃংখলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে দিতে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।
এ সময় সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












