শিরোনাম:
কুমিল্লার মুরাদনগরে মমতাজ বেগম ফাউন্ডেশনের তিন হাজার তালের বীজ বপন।
মোঃ সাখাওয়াত হোসেন, মুরাদনগর
- আপডেট সময় : ০৪:৩৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগরে মমতাজ বেগম ফাউন্ডেশনের তিন হাজার তালের বীজ বপন।
প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাত থেকে জনগণকে সুরক্ষার অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে রাস্তার পাশে তিন হাজার তালের বীজ বপন করেছে
মমতাজ বেগম ফাউন্ডেশন নামে একটি সামাজিক উন্নয়ন সংগঠন।
জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনয়নের বিভিন্ন সড়কের পাশে এসব তালের বীজ বপন করা হয়। এরই অংশ হিসেবে রোববার দিনব্যাপী আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর উত্তর পাড়া থেকে হরের পাড় হয়ে রাজনগর-শ্রীকাইল গ্রামীণ সড়কের দুই ধারে এক হাজার বীজ বপন করা হয়।
এর আগে গত সেপ্টেম্বর মাসেও দুই হাজার বীজ বপন করাহয় পীরকাশিমপুর থেকে বাবুইহার হয়ে বলিঘর সড়কসহ পীরকাশিমপুর গ্রামের সাথে বিভিন্ন সংযোগ সড়কের দুই পাশে। সবমিলিয়ে গেলো দুই মাসে
গ্রামের প্রায় ৫ কি: মিটার সড়কে তিন হাজার তালের বীজ বপন করা হয়।
মমতাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক পর্যায়ে পীর কাশিমপুর উত্তরপাড়া টু বলীঘর সড়ক, পীর কাশিমপুর উত্তর পাড়া বাঐখার টু হরের পাড় সড়ক, পীর কাশিমপুর উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা থেকে হরেরপাড় সড়ক এবং পীর কাশিমপুর মধ্যপাড়া কাচারি সড়কের দুই ধারে এই বীজগুলো বপণ করা হয়েছে।
মমতাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব এস এম সাহিদুল হোসেন জানিয়েছেন, বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে ও নিরাপদ রাখতে এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে।
যাদের বাড়ির পাশের রাস্তায় এই বীজগুলো বপন করা হয়েছে তাঁদের কাছে মমতাজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে নিজ দায়িত্বে এগুলোর পরিচর্যা করে সামজিক উন্নয়নে ভূমিকা রাখার।
এম সাহিদুল হোসেন জানান, তার মায়ের নামানুসারে প্রতিষ্ঠিতক মমতাজ বেগম ফাউন্ডেশন ২০২২ সালে শিক্ষা বৃত্তি চালুর মধ্যদিয়ে যাত্রা শুরু করে। মুরাদনগরের উত্তর এলাকার ৫ টি ইউনিয়নের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ৩ টি ক্যাটগরিতে বৃত্তি দেয়া হয়। এবছরও প্রায় ৫০০ শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছে।
আগামী ২২ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ফাউন্ডেশন এর মাধ্যমে অসহায় গরীব শিক্ষার্থীদের সহযোগিতা করা, সামাজিক কাজে অংশগ্রহণ, বৃক্ষ রূপন করা, রাস্তা ঘাট নির্মাণ / মেরামত করা, এতিম বাচ্চাদের সহযোগিতা করা অব্যাহত রয়েছে।















